ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
কক্সবাজারে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার শহরের বাজারঘাটা পুকুরে গোসলে নেমে মারুফুল ইসলাম মাহি (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বেলা ১১টার দিকে পুকুরে ডুবে যান তিনি। পরে বিকেল ৪টার তার মরদেহ উদ্ধার করা হয়।

মারুফুল ইসলাম মাহি কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছরা টেকনাইপ্পা পাহাড় এলাকার আবদুল মালেকের ছেলে। তিনি কক্সবাজার সিটি কলেজের বিএম একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মাহির বন্ধু ইয়াছরিফ রশিদ তামিম জানায়, সকাল ৯টায় তারা ৯ বন্ধু রুমালিয়ারছরা পিটিআই মাঠে ফুটবল খেলে। ঘণ্টাখানেক পর সদ্য সংস্কার হওয়া বাজারঘাটা পুকুরে (নাপিতাপুকুর) তারা গোসলে নামে। পুকুরে সাঁতার কেটে বেলা ১১টার দিকে সবাই পাড়ে উঠে আসি। কিন্তু মাহিকে দেখা যাচ্ছিল না। তখন সবাই মিলে পুকুরে খুঁজতে থাকি। ধারণা করছি সাঁতার কাটার সময় মাহি তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নুরুল হক নূর বলেন, সহপাঠীরা তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে বাবা-মাকে ফোন করে। স্বজনরা আসার পর ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। দমকলকর্মীরা দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও মাহিকে খুঁজে পায়নি। পরে সৈকতে কাজ করা লাইফগার্ড কর্মীরা এসে দমকল বাহিনীর সঙ্গে যোগ দেয়। বিকেল ৪টার দিকে লাইফগার্ড কর্মীরা মাহীকে খুঁজে পায়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, পানিতে ডুবে যাওয়া এক তরুণকে বিকেলে হাসপাতালে আনা হয়। তার নাক-মুখ দিলে ফেনা ও রক্ত বের হচ্ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। দম আটকে গেলে স্ট্রোক জনিত কারণেও এমনটি হতে পারে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, বাজারঘাটার পুকুরে ডুবে মারা যাওয়া এক শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্তের ওপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *