ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
এক ‘রাজা ইলিশ’ ২৩৮০ টাকায় বিক্রি
ডেস্ক রিপোর্ট ::

দুই মাসের নিষেধাজ্ঞার আগেরদিন মেঘনা নদীতে জেলের জালে মিললো এক কেজি ৯০০ গ্রামের এক ‘রাজা ইলিশ’।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার দৌলতখান উপজেলার মদনপুরে এ ইলিশ ধরা পড়ে।

ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো. নোয়াব জাগো নিউজকে বলেন, মদনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জেলে মো. হারুন মাঝি আজ বিকেলে মেঘনা নদীতে জাল ফেলেন। এ সময় বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ১ কেজি ৯০০ গ্রামের একটি ইলিশ জালে উঠে আসে। যা স্থানীয়ভাবে রাজা ইলিশ নামে পরিচিত। পরে মাছটি ঘাটে নিয়ে আসেন হারুন। ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. রব উদ্দিন ব্যাপারী ২ হাজার ৩৮০ টাকা দাম ধরে মাছটি কিনে নেন।

এ আড়তদার আরও বলেন, মাছটি বরিশাল আড়তে নিয়ে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায় বিক্রি করতে পাবেন ওই ব্যবসায়ী।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামান হোসাইন  বলেন, গত অভিযানগুলো সফলভাবে পরিচালনা হওয়ায় নদীতে বর্তমানে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *