ঢাকা, সোমবার ২২ জুলাই ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
উখিয়া উপজেলার ৫ ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক ::

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আগামী ১১ই নভেম্বর কক্সবাজারের উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে এসব ইউনিয়নে দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা প্রতিকে চট্টগ্রাম বিভাগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী উখিয়ার পাঁচ ইউনিয়নের মনোনীত প্রার্থীরা হলেন, রাজাপালং (উখিয়া সদর) ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী (বর্তমান চেয়ারম্যান) , জালিয়াপালং ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম ছৈয়দ আলম (সাবেক চেয়ারম্যান) , হলদিয়াপালং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শাহ আলম (বর্তমান চেয়ারম্যান) , রত্নাপালং ইউনিয়নে উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা , পালংখালী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মঞ্জুর।

উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন জানান, “উখিয়ার পাঁচ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৩৮হাজার ১৪জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭১হাজার ৭০৫জন ও মহিলা ভোটার ৬৬হাজার ৪০৯জন।”

ইতিমধ্যে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য তিনজন রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর। সারা দেশে এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *