কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাবের। রোববার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী।
আটক সৈয়দুল আমিন (২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪ এর মো. আমিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের সঙ্গে তিনিসহ আরো একটি গ্রুপ সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব সূত্র।
র্যাব জানায়, রোববার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে তা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে এমন খবরে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাব। এ সময় ওই ব্যক্তিকে বস্তা নিয়ে ব্রিজের নিচ দিয়ে পার হতে দেখে থামতে বলে র্যাব। তখন তারা বস্তা ফেলে দৌড় দেয়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক ও বস্তাগুলো জব্দ করা হয়। বস্তায় ৫ লাখ ইয়াবা পাওয়া যায়। এসময় একটি ইজিবাইকও জব্দ করে র্যাব।
আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।
Leave a Reply