ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
উখিয়ায় ৪৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারিদের ফেলে যাওয়া ৯ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। যা দেশের এ যাবতকালের সবচেয়ে বড় চালান।

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩০ জানুয়ারি) রাতে উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় নামক স্থানে ক্রিস্টাল মেথের একটি চালান আসবে- এমন খবরে অভিযানে যান বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।

পরে গোলপাতার বাগানের ভেতর থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা। এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *