ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
উখিয়ায় বিজিবির সাথে মাদক কারবারিদের গুলিবিনিময়: ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)’র উখিয়ার বালুখালী বিওপির টহল দলের সাথে মাদক কারবারিদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এসময় ৬ কোটি টাকা মুল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

১৫ জানুয়ারী রাত দেড়টার দিকে নাফ নদীর মোহনার উখিয়ার পালংখালী ইউপির বালুখালী কাটা পাহাড় নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)’র অধিনায়ক লেঃকর্নেল মোঃমেহেদী হোসাইন কবির এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বালুখালী বিওপির বিজিবি টহল দল জানতে পারে কাটাপাহাড় খাল দিয়ে বিপুল পরিমাণের ইয়াবার চালান প্রবেশ করতে পারে।এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বিজিবি টহল দল ওই স্থানে ওৎপেতে বসে।রাত দেড়টার দিকে মিয়ানমার সীমান্ত হয়ে কয়েকজন অজ্ঞাত লোক এপারে আসছে দেখে থামানোর সংকেত দিলে তারা গুলি ছুড়ে।এতে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।প্রায় ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়।
এসময় মাদক কারবারিরা তাদের সাথে থাকা বস্তা ফেলে পালিয়ে যায়।ফেলে যাওয়া বস্তায় ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।যার মুল্য ৬ কোটি টাকা।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান, বিজিবি’র এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *