ঢাকা, বুধবার ২৪ জুলাই ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
উখিয়ায় ট্রাফিক পুলিশের অভিযানে অবৈধ ২২ যানবাহন জব্দ
মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা,উখিয়া ::

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাফিক পুলিশের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৭টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা এবং ২২ টি অবৈধ যানবাহন জব্দ করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুর থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ যানবাহন জব্দ করা হয়েছে বলে জানান উখিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর পলাশ সাহা।

পুলিশ জানায়, উল্লেখযোগ্য মামলার যানবাহনের মধ্যে রয়েছে ডাম্পার ৮টি, মোটরসাইকেল ৩টি টমটম ৬টি,পিকআপ ১ টি, মিনিবাস ১টি ও সিএনজি ৩ টি।

উখিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর পলাশ সাহার নেতৃত্বে এ অভিযানে আরো উপস্থিত ছিলেন সার্জেন্ট জুয়েল, হারুন ও টিএসআই তোফায়েল।

এসময় ইন্সপেক্টর পলাশ সাহা জানান, দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন উখিয়ার সড়কগুলোতে চলাচল করে আসছিল। এসব অবৈধ যানবাহন চলাচলের কারণে সড়কে দুর্ঘটনা ও যানজট লেগে ছিল। সড়কের শৃঙ্খলা রক্ষার্থে অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

তিনি আরো জানান, আমাদের এ অভিযান অব্যহত থাকবে। কক্সবাজার টেকনাফ সড়ক ও আশপাশের সড়কগুলোতে অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহনগুলো জব্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *