ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
উখিয়ায় আগুনে দোকান পুড়ে ছাই, অক্ষত কোরআন
হুমায়ুন কবির জুশান, উখিয়া ::

থেমে নেই অগ্নিকান্ড ও সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে প্রাণহানি। শুক্রবার ভোররাতে উখিয়ায় ফরেস্ট রোডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ৭ জন।

স্থানীয় মোহামদ ইসমাইল বলেন, হয়তো রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস বিস্ফোরণে প্রাণহানি নয়তো স্থানীয়দের দোকানপাট পুড়ে যাওয়া। কিছুদিন পর পর ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকলেও এখন একটু কমেছে।

উখিয়া সদরে গত রাতের অগ্নিকান্ডে ৮ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় রয়েছে। এটি হলো আল্লাহ পাকের কুদরত ও কোরআনের মোজেজা।

উখিয়া ফায়ার সার্ভিসের প্রায় তিনঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

এভাবে উখিয়ার বিভিন্ন এলাকা ও রোহিঙ্গা ক্যাম্পে বার বার ঘটে অগ্নিকান্ডের ঘটনা। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন।

এসব ঘটনায় অকালেই মানুষ প্রাণ ও সম্পদ হারাচ্ছে। গতরাতের অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে। এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে কেউ দাঁড়ায়নি। কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয় তা নির্ণয় করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *