ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
উখিয়ায় অবৈধ ড্রেজার মেশিন ও ডাম্পার জব্দ
নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু, শফিউল আলমের নেতৃত্বে দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র দে, ওয়ালা বিট কর্মকর্তা বজলুর রশিদ, সিপিজি সদস্য ও একদল বনকর্মী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২ টার দিকে  হরিণমারা বড় খালের মুখ এলাকায় অভিযান চালিয়ে সরকারি বনভুমির পাহাড়ের সাথে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালি উত্তোলনের কাজে ব্যবহ্নত সরঞ্জামসহ ১ টি ড্রেজার মেশিন ও বালি ভর্তি ১ টি অবৈধ ডাম্পার জব্দ করেছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, হরিণমারা গ্রামের মোঃ হোছনের ছেলে মোঃ শাহাজান প্রকাশ শাহাজান মেম্বার দীর্ঘদিন ধরে স্থানীয় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভুমির পাহাড়ের সাথে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালি উত্তোলনের পাশাপাশি ডাম্পার যোগে পাচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

অপর দিকে, হরিণমারা বাগানের পাহাড় এলাকার মৃত আবুল শমার ছেলে চিহ্নিত বালি কেখো বদি আলম প্রকাশ পিটিং বদুর বালিভর্তি অবৈধ ডাম্পার গাড়ীটিও জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু, শফিউল আলম বলেন, সরকারি বন ভুমির পাহাড় ধ্বংকারীরা যতবড়ই শক্তিশালী হোক না কেন, তাদের সাথে কোন আপোষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *