ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
উখিয়ায় ৫ ঘণ্টার অভিযানে ৭ টি অবৈধ করাতকল জব্দ
সরওয়ার আলম শাহীন :

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে অভিযান চালিয়ে ৭ টি অবৈধ করাতকল জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন বিভাগ।

জানা গেছে,দীর্ঘদিন ধরে এলাকার আওয়ামীলীগ নেতা ও প্রভাবশালীদের মালিকানায় পরিচালিত অবৈধ এসব করাতকলে চোরাই কাঠ চিরাই হয়ে আসছিল।


উখিয়া সহকারী কমিশনার ( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজউদ্দিন নেতৃত্বে উখিয়া থানা পুলিশ ও উখিয়া বনবিভাগের সদস্যরা এসব অবৈধ করাত কলের বিরুদ্ধে মঙ্গলবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাঁচ ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে মোট ৭ টি করাতকল মেশিন জব্দ  করে। এ সময় অবৈধ করাতকলে কাঠ চেরাইরত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত দুজনকে দশ হাজার টাকার অর্থদণ্ড করা হয়। অভিযানে আনুমানিক বিশ লক্ষ টাকার চেরাই কাঠ ও সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এ সময়  উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউল আলম, বিট অফিসার বজলুর রশিদ সহ উখিয়া থানার কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্নস্তরের সদস্যরা।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউল আলম বলেন, অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংরক্ষিত বনভূমি রক্ষায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বনবিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *