ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন
উখিয়ায় উদ্বোধন হচ্ছে আধুনিক মানের স্পেশালাইজড হাসপাতাল
সরওয়ার আলম শাহীন :

উখিয়া উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। উখিয়া উপজেলাবাসীর চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করতে আসছে উখিয়া স্পেশালাইজড হাসপাতাল। উখিয়া আর্মি ক্যাম্পের সামনে শীঘ্রই উদ্বোধন হবে আধুনিকায়ন এ হাসপাতালটি। ইউএনএইচসিআরের অর্থায়নে গনস্বাস্থ্য কেন্দ্র, রিলিফ ইন্টারন্যাশনাল ও অরবিস ইন্টারন্যাশনালের মাধ্যমে হাসপাতালটির কার্যক্রম পরিচালনা করা হবে। ডে কেয়ার সার্ভিস, ইএনটি, চক্ষু বিভাগ, অর্থোপেডিক্স বিভাগ সহ সর্বাধুনিক চিকিৎসার সংযোজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় ইউএনএইচসিআরের প্রতিনিধি ইফতেখার উদ্দিন বায়েজিদ,স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, উখিয়া-টেকনাফ সড়কের পাশে উখিয়া কলেজ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত আধুনিক মানের এ হাসপাতাল থেকে স্থানীয়রা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *