ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন
ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গা মা-ছেলের ১১ বছরের কারাদণ্ড
ডেস্ক রিপোর্ট ::

৩ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে এক রোহিঙ্গা নারীকে ছয় বছর ও তার ছেলেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৮ জুলাই টেকনাফ উপজেলার নাইট্যংপাড়া সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসের পূর্ব পাশে টেকনাফ ২ বিজিবির একটি টিম অভিযান চালিয়ে ৩ হাজার ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মিয়ানমারের ৫শ কিয়েটের একটি নোট উদ্ধার করে।  এ সময় মিয়ানমারের আকিয়াব জেলার মংডুর দলিয়াপাড়ার মোজাব্বর আহম্মদের স্ত্রী নুনু (৬০) এবং তার ছেলে মোহাম্মদ ইউনুসকে (৩০) আটক করা হয়।

এ বিষয়ে ২ বিজিবির নায়েক সুবেদার গুরুপদ বিশ্বাস বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ, জেরা, রাসায়নিক পরীক্ষা, তথ্য-উপাত্ত যাচাই ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মা-ছেলে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে আদালতের এপিপি অ্যাডভোকেট আবদুর রউফ মামলাটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *