ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১ অপরাহ্ন
ইয়াবাসহ ইউপি মেম্বার গ্রেফতার
ডেস্ক রিপোর্ট ::

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইয়াবাসহ আক্তারুল ইসলাম বুলবুল (৩৮) নামের এক ইউপি মেম্বারকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদে বুড়িরচর ইউনিয়নের গুল্লাখালি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আক্তারুল ইসলাম বুলবুল উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি মেম্বার ও ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘১৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার মেম্বারের বিরুদ্ধে মামলা করেছে কোস্টগার্ড। সে মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম জানান, ‘দীর্ঘদিন এ মেম্বারের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। শনিবার রাতে তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *