আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে নিয়ে কটূক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথ্যপ্রযুক্তি আইনে করা এক মামলায় সোহেল রানা (৩৮) নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ এপ্রিল) রাতে উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহেল রানা সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের সাদেকুল মাস্টারের ছেলে। তিনি সোনামসজিদ স্থলবন্দর ১ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগ কর্মী।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেসবাহুল হক জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply