ঢাকা, বুধবার ২৪ জুলাই ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
আগুনে পুড়ে যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক ::

উখিয়ার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আবারো ভয়াবহ আগুন লেগেছে। এরই মধ্যে প্রায় এক’শ বসতি পুড়ে গেছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, রোহিঙ্গা বসতি থেকে আগুনের সূত্রপাত হলেও কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যে আগুনে প্রায় একশ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে।

রোহিঙ্গা ক্যাম্পে বাবার আগুন লাগার ঘটনা ঘটছে। এর আগে গত বছরের ২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯নং ক্যাম্পে ভয়াবহ আগুনে বহু বসতি পুড়ে যায় এবং বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। গত ২ জানুয়ারিও একটি অগ্নিকান্ডে আইওএম পরিচালিত একটি করোনা হাসপাতাল ও তার পাশের কয়েকটি বসতি পুড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *