ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
অপহরণের তিন সপ্তাহ পর দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়া থাইংখালী ১৯ রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে অপহরণের ১৯দিন পর শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অপহৃতরা উখিয়া উপজেলার থাইংখালী ক্যাম্পের ব্লক-বি/১০,এফসিএন২১৩৮৭৩ এর বাসিন্দা করিমুল্লাহ ছেলে মো. আনাস(১৪) একই ক্যাম্পের ব্লক-সি১,এফসিএন এর ২০৫৭৪৪ বাসিন্দা মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন,গত ১৯ডিসেম্বর রবিবার রাতে উখিয়া থাইংখালী ক্যাম্পের ব্লক-বি/১০,এফসিএন এর ২১৩৮৭৩ বাসিন্দা মো. আনাস একই ক্যাম্পের ব্লক সি-১,এফসিএন এর ২০৫৭৪৪ বাসিন্দা আব্দুল্লাহকে দূস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে।ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের বৃহস্পতিবার সকালে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল অভিযান চালিয়ে
ক্যাম্পের ব্লক-ই/১সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত ভিকটিমরা বর্তমানে ক্যাম্প হেফাজতে রয়েছে।ঘটনার সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *