ঢাকা, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
কক্সবাজার হবে একটি আইকনিক সিটি: কউক চেয়ারম্যান
উখিয়া নিউজ ডেস্ক :
র্যটনের পাশাপাশি ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজারকে একটি আইকনিক সিটিতে রূপান্তরে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর (অব.) নুরুল আবছার।
কউকের চেয়ারম্যান নিযুক্ত হয়ে রোববার সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার সময় কমোডর নুরুল আবছার এ কথা বলেন। এ সময় কক্সবাজারকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন কউক চেয়ারম্যান।
এসময় তিনি সবার উদ্দেশে বলেন, বাংলাদেশের আইকনিক সিটি হবে কক্সবাজার। কক্সবাজারকে আইকনিক সিটিতে রূপান্তরের জন্য আমি কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কক্সবাজারের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরেই কক্সবাজারের উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে সাথে নিয়ে অংশীদার হতে চাই।
পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই উন্নয়ন হবে জানিয়ে নুরুল আবছার বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিষয়টি আমাদের নজর দিতে হবে। পরিবেশ-প্রতিবেশ রক্ষা করেই সমস্ত উন্নয়ন করা হবে। কক্সবাজারের উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ ও পরামর্শ দরকার।
এর আগে গত ২৩ আগস্ট জনপ্রাশসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নুরুল আবছারকে তিন বছরের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর রোববার সকালেই কক্সবাজার পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচছা জানান কউক সচিব আবু জাফর মো. রাশেদ, প্রকল্প পরিচালক লে. কর্নেল খিজির আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, আওয়ামী লীগ নেত্রী  আশরাফ জাহান কাজল, পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, কক্সবাজার নাগরিক আন্দোলনের সভাপতি এইচএম নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *