ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন
ঊর্ধ্বতনদের অনুমতি ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নয়
উখিয়া নিউজ ডেস্ক :

সাংবাদিকদের তথ্য দেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন বরিশালের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকলেও শত্রুতা হবে না। তাঁদের বিরুদ্ধে মামলা গ্রহণের আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হবে। সেটি আইজিপি হোক কিংবা ডিআইজি।’

জেলা পুলিশের আয়োজনে নগরের পুলিশ লাইনসে আজ বেলা ১১টায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন এসপি।

স্থানীয় পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে এসপি ওয়াহিদুল বলেন, ‘সাংবাদিকদের প্রয়োজনে যে কোনো তথ্য সব সময় দিয়ে সহযোগিতা করবেন।’ তবে গণমাধ্যমের প্রতিবেদনের কারণে কেউ যেন খুব বেশি কষ্ট না পায় সে বিষয়টিতেও নজর দেওয়ার আহ্বান জানান পুলিশ সুপার।

সভায় উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *