ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে শিখিয়ে দিতে হবে: সাকিব
স্পোটস ডেস্ক ::

এশিয়া কাপের আগে বাংলাদেশের অধিনায়ক সংবাদ সম্মেলনে আলোড়ন ছড়িয়েছে বেশ। নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি সাকিব।

টি-টোয়েন্টি ক্রিকেটের পথচলায় এখনও দল ধুঁকছে। সামনে দুটি বড় টুর্নামেন্ট- এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে ক্রিকেটে বইছে পরিবর্তনের হাওয়া। নতুন করে দলের সঙ্গে যুক্ত হয়েছেন টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারবেন না। সেজন্য ক্রিকেটারদের এগিয়ে আসার কথা বলেছেন সাকিব।

মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

এবারের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০১৬ ও ২০১৮ সালে বাংলাদেশ দুই আসরে ফাইনাল খেলেছিল। এবার বাংলাদেশ খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না। শেষ ১০ ম্যাচে আটটিতেই দল হেরেছে। সাকিবের হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কি না সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *