ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
রোহিঙ্গাদের অবৈধ সিম সরবরাহের অভিযোগে ৫ জন গ্রেফতার
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন করা সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫-এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক। আটক ব্যক্তিরা হলেন জয় বিশ্বাস, জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা। তাদের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে।

সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক জানান, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন করা সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *