ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
আল-ইয়াকিনের শীর্ষ নেতা আবু-বক্কর গ্রেফতার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার
ইমাম খাইর, কক্সবাজার ::

রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ শীর্ষ নেতা আবু-বক্কর ওরফে ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনিরকে (৩৭) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)।

শনিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে উখিয়া পালংখালী ৮নং ক্যাম্পের ইস্ট বি/৭৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট থেকে দেশীয় এক নলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। সে ৮নং ক্যাম্পের বি/৪৬ এর নূর মোহাম্মদের পুত্র। যার এফসিএন নং- ১১২৪৬১।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন।

তিনি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বাধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াই করার নামে গঠিত আলোচিত বিদ্রোহী সংগঠন ‘আল ইয়াকিনের’ সদস্যদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। আমাদের কাছে খবর আসে শীর্ষ সন্ত্রাসী আবু বক্কর ওরফে হাফেজ মনির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান চালানো হয়। এইসময় তার বসত ঘরে মাটির নিচে একটি দেশীয় অস্ত্র একনলা বন্দুক ও ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
মোঃ কামরান হোসেন জানান, এই শীর্ষ সন্ত্রাসী আলোচিত ৬ মার্ডার এবং রোহিঙ্গা মাঝি আজিমুল্লাহ হত্যাকান্ডে আবু-বক্কর জড়িত। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *