ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন
অপহরণের চার ঘন্টা পর অপহৃত রোহিঙ্গা এক কিশোর উদ্ধার
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া শরনার্থী ক্যাম্প এলাকা থেকে অপহরণের চার ঘন্টার পর অপহৃত মোঃইমরান(১৬) নামে এক রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
উদ্ধারকৃত অপহৃত একই ক্যাম্পের ব্লকে-বি/১৩,এফসিএন-২৭২৪২০বাসিন্দা মোঃ ইদ্রিসের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন,বুধবার বিকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭নং ক্যাম্পের ব্লক-বি ১৩, এফসিএন-২৭২৪২০ বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে মোঃ ইমরানকে অজ্ঞাতনামা দূস্কৃতকারীরা অপহরণ করে নিয়ে যায়।বিষয়টি স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করে।ঘটনার পর থেকে জাদিমুড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।অভিযানের এক পর্যায়ে বুধবার রাত সোয়া ৮টার দিকে ক্যাম্পের বি/১১ব্লক সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত রোহিঙ্গাকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।অপহরণকারীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *