ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
ওমিক্রন ডেল্টার চেয়ে দ্রুত ছড়াচ্ছে : ডব্লিউএইচও
ডেস্ক রিপোর্ট ::

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্রুত ছড়াচ্ছে নতুন ধরন ওমিক্রন। এমনকি যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন অথবা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন।

সোমবার (২০ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস এ তথ্য জানান।

সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে টেড্রোস আধানোম গেব্রেইয়েসুস বলেন, ওমিক্রন ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়াচ্ছে, এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।

‘এমনকি যারা টিকা নিয়েছেন অথবা কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন তারাও আক্রান্ত হচ্ছেন অথবা পুনরায় আক্রান্ত হচ্ছেন’, বলেন টেড্রোস।

অনুষ্ঠান বাতিলের আহবান জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানগুলো এখন উদযাপন করে পরে শোক করার চেয়ে ভালো হবে অনুষ্ঠানগুলো এখন বাতিল করে পরে উদযাপন করা।

এদিকে ওমিক্রন ঠেকাতে নতুন করে লকডাউন দিতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। ইউরোপের প্রথম দেশ হিসেবে নেদারল্যান্ডস আবারও লকডাউন আরোপ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *