ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
উখিয়া নিউজ ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনলাইন ও পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মৌলভী হাসান আলী।

তিনি বলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিনমারা গ্রামে এনজিও সংস্থা ওয়ার্ন্ড ভিশন এর সহযোগিতায় “শেড” ইউনিয়ন শিশু সুরক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত কয়েক বছর ধরে। এজন্য ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয়। সবার মতামতের ভিত্তিতে আমাকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। আমি সুনামের সহিত সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ, স্থানীয় পত্রিকা অনলাইন গুলোতে একের পর এক মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে ডোনার এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সমুহের কোন সত্যতা পায়নি মর্মে তারা গত ১১ মার্চ আমিন পাড়া মাদ্রাসায় একটি সভা আহবান করে। সভায় উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত টিম আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহের সত্যতার না পাওয়ার কথা রিপোর্ট আকারে পেশ করে। সেদিন উখিয়ার সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় মেম্বার, এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন, শেড সহ তদন্ত টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপরও কুচুক্তি মহলটি আমার বিরুদ্ধে একের পর মিথ্যা তথ্য পরিবেশন করে যাচ্ছে। স্থানীয় প্রভাবশালী মহলের ইন্দনে তারা এই কর্মকাণ্ডগুলো করছে বলে আমার বিশ্বাস। এতে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনসহ ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি ও স্থানীয় জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

প্রতিবাদকারী

মৌলভী হাসান আলী
পিতা -মৃত আব্দুল বারী
হরিণমারা, উখিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *