ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পূর্বাহ্ন
পেঙ্গুইনে ভেসে ভাসানচর গেল ৩৭৯ রোহিঙ্গা
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজার থেকে হাতিয়ার ভাসানচরে সপ্তম দফায় পৌঁছাল আরও ৩৭৯ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন মোট রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ১৮ হাজার ৪০৫ জন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নৌবাহিনীর জাহাজ বানৌজা পেঙ্গুইনযোগে নতুন রোহিঙ্গারা আগমন করেন।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে ১নং ওয়্যার হাউজ হয়ে ৫৬নং ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফায় ৩ হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন এবং ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *