ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
উখিয়া উপজেলা নির্বাচনে তৃণমূলের আস্থায় জাহাঙ্গীর কবির চৌধুরী
সরওয়ার আলম শাহীন ::

উখিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত, উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাজাপালং ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পেক্ষাপট নিয়ে দীর্ঘ আলোচনা হয় ।

সভায় তৃণমূলের নেতারা জাহাঙ্গীর কবির চৌধুরীকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপজেলার ৫ ইউনিয়নের সভাপতি সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ একাধিক নেতা উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এ মুহূর্তে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর বিকল্প নেই বলে বক্তব্য দেন। এবং তাকে চেয়ারম্যান পদে প্রার্থী করার দাবি তোলেন। তৃণমূলের দাবির পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা থেকে আসে নেতারা জাহাঙ্গীর কবির চৌধুরীর বিষয়টি রেজুলেশন আকারে কেন্দ্রে পাঠানো হবে বলে জানান।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন  উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, আবুল মনসুর চৌধুরী, এডভোকেট রনজিত দাশ ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী। কক্সবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী।

 

 

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। সঞ্চালনা করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা।

সিনিয়র উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, অধ্যাপক শাহ আলম, কামাল উদ্দিন মিন্টু, এস এম সৈয়দ আলম, রিয়াজুল হক রিয়াজ, আওয়ামী লীগ নেতা আমিনুল হক আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী, দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহউদ্দিন মেম্বার, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভূট্রো, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার, রত্না পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল ও সাধারণ সম্পাদক সাহজান সাজু।

আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কামাল পাশা, জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল ফজল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুস, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাসুদ আমিন শাকিল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তারেক হোসেন মানিক, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *