ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
জিডি মামলা পুলিশ ক্লিয়ারেন্স ও অভিযোগে টাকা লাগে না: ওসি শেখ মো. আলী
উখিয়া নিউজ ডেস্ক :

থানায় জিডি, মামলা, পুলিশ ক্লিয়ারেন্স ও অভিযোগ দিতে কোন টাকা লাগে না। কেউ টাকা দাবী করলে সরাসরি ওসিকে ফোন দিতে বলা হচ্ছে বললেন চকরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।

রবিবার ( ১০ ডিসেম্বর) সিএনজি অটোরিকশায় মাইক বেঁধে পুরো উপজেলায় এ প্রচারণা চালানো হয়েছে। এদিকে থানার ওসির সচেতনতামূলক প্রচারণা সাধারণ মানুষ সাদরে গ্রহণ করছে।

চকরিয়া থানার নবাগত ওসি শেখ মোহাম্মদ আলী যোগদানের পর থেকে থানার আমূল পরিবর্তন এসেছে। সেবাপ্রার্থীদের সরাসরি ওসির সাথে কথাবলার পরামর্শ দেয়া হচ্ছে। অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিজের দায়িত্ববোধ থেকে এইভাবে প্রচারণার উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের মাঝে পুলিশ সম্পর্কে পজেটিভ ধারণা তৈরী ও হয়রানী থেকে মুক্ত থাকতে আমি সদা সচেষ্ট রয়েছি। আশাকরি এই উদ্যোগ সফল করতে সর্বসাধারণের সহযোগীতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *