ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
উখিয়া নিউজ ডেস্ক :

গ্যালারিতে ১ লাখ ৩২ হাজার দর্শক। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে স্বাগতিক ভারত। ১৩০ কোটি জনসংখ্যার দেশে যেন উৎসব লেগেছিল, সবারই একটাই আশা বিশ্বকাপের শিরোপা জেতা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিলো অস্ট্রেলিয়া। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্টবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো অজিরা।

রবিবার  ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৪০ রান করে ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন কে এল রাহুল। এছাড়া বিরাট কোহলির ব্যাট থেকে ৫৪ রান। অজিদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। লক্ষ্য তাড়ায় ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে অজিরা। তবে এরপর ট্রাভিস হেডের দুরন্ত সেঞ্চুরিতে ৭ ওভার বাকি থাকতে জয় পায় অজিরা।

হারিয়ে ভারতের সংগ্রহ ৮০ রান।  ফেরার আগে ৩১ বলে ৪৭ রান করেন রোহিত।

রোহিত ঝড় শুরু হতেই ফিরলেন গিল

আগের ওভারেই অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউডকে ১ ছক্কা ও ১ চার হাঁকান রোহিত শর্মা। শুরুতে সতর্ক থাকলেও আস্তে আস্তে আগ্রাসী হচ্ছিলেন তিনি। তবে এর মধ্যেই ওপেনিং সঙ্গী হারালেন রোহিত। ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েন শুভমন গিল। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ৪ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন বিরাট কোহলি। ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৭ রান। ২০ বলে ৩১ রান নিয়ে ব্যাটিং করছেন রোহিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

রাউন্ড রবিন লীগ এবং সেমিফাইনাল পেরিয়ে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পৌঁছেছে ফাইনালের মঞ্চে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শিরোপার লড়াইয়ে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। তার আগে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

সেমিফাইনালের উইনিং ইলেভেন নিয়ে বিশ্বকাপের ফাইনালে নামছে ভারত ও অস্ট্রেলিয়া। টস জিতে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘শুষ্ক উইকেট মনে হচ্ছে। আমরা আগে বোলিং করতে চাই। রাতে কুয়াশা বড় বিষয় হয়ে দাঁড়ায়।’ কামিন্স বলেন, ‘এই দলটির অংশ হতে পেরে আমি গর্বিত। (দুই হারে) বিশ্বকাপের শুরুটা কঠিন হলেও ছেলেরা এরপর আর কোনো ভুল করেনি। সেমিফাইনালের মতোই একাদশ রেখেছি আমরা।’ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘শুরুতে আমরা ব্যাটিংই করতে চেয়েছিলাম। বড় ম্যাচ এটি। স্কোরবোর্ডে ভালো রান তুলতে হবে। দুর্দান্ত একটি ম্যাচ হতে চলেছে।’

ভারত একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ 

ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *