ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
মার্কিন প্রতিনিধি দলকে রোহিঙ্গারা “আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই
উখিয়া নিউজ ডেস্ক :

রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি জানতে কক্সবাজারের শরণার্থীশিবির পরিদর্শনে করেচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ সোমবার সকালে তাঁরা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এই সফরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক ১১ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কেইস ও ম্যাকরমিক যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।

রোহিঙ্গা ক্যাম্পে বেলা সাড়ে ১১টায় উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় তাঁরা। এরপর তারা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন। এসময় চলমান কার্যক্রমগুলো পরিদর্শনের পর কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এ সময় তারা রোহিঙ্গাদের কথা শোনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে প্রতিনিধি দলটি।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘মার্কিন প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, আমাদের রেশন কমানো হয়েছে, ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা নিয়মিত হয়ে পড়েছে। আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই।’

এ সময় এ সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর আছে বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান মুজিবুর রহমান।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধিদলের। এরপর রাতেই তারা ঢাকা ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *