ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন
উখিয়ায় এপিবিএনের সঙ্গে আরসার গোলাগুলি, গ্রেপ্তার ৩
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি টহল দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা। এ সময় এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে আরসার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত উখিয়ার ৬ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- ৬ নম্বর ক্যাম্পের আবুল হাসেম, ৭ নম্বর ক্যাম্পের মো. রুহুল আমিন, ৫ নম্বর ক্যাম্পের মো. কামরুল হাসান। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে।

১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে এপিবিএনের নিয়মিত টহল দল ৭ নম্বর ক্যাম্পের জি-৭ ব্লক এবং ৬ নম্বর ক্যাম্পের ডি- ব্লকের মাঝামাঝি এলাকায় পৌঁছালে আরসা সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। তখন আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ওয়ান শুটার গান, ছয় রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *