ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডারের ঘটনায় গ্রেফতার ৬
নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ হয়। শনিবার (৮ জুলাই) বেলা ৩টার দিকে উখিয়া থানায় তাদের হস্তান্তর করা হয়।

এর আগে, শুক্রবার (৭ জুলাই) মধ্যরাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ।

আটকরা হলেন—আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশর এর ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪) এরা তিনজন উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদ এর ছেলে এনাম উল্লাহ (২৩), একই রোহিঙ্গা ক্যাম্পের শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫), উখিয়ার ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকের এর ছেলে আরিফ উল্লাহ (৩০)। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ, ক্যাম্পে অভিযান চলমান রয়েছে। ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে পাঁচজন নিহতের ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। তাই এখন পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *