ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন
নেইমারকে ক্যামেরুন ম্যাচেও পাচ্ছে না ব্রাজিল
উখিয়া নিউজ ডেস্ক :

নেইমারের পায়ের গোড়ালির চোট দেখেই অনুমেয় ছিল গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে তার খেলা অনিশ্চিত। যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় সুইজারল্যান্ড ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।

কিন্তু কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে ব্রাজিলের শেষ ম্যাচে নেইমারের উপস্থিতি নিয়ে শঙ্কা থেকেই যায়। আর সেই আশঙ্কাই বাস্তবে পরিনত হলো।

শুক্রবার রাত ১ টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের উপস্থিতি নিয়ে এক বিবৃতিতে ব্রাজিল জানিয়েছে, ক্যামেরুনের বিপক্ষেও খেলতে পারবেন না নেইমার।

ব্রাজিল দলের চিকিৎসক জানিয়েছেন, গোড়ালির চোট সারতে এখনও বেশ কিছুটা সময় লাগবে নেইমারের।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে একটি ভিডিও পাঠানো হয়েছে। সেখানে ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদরিগো লাসমার বলেছেন, নেইমারের হালকা জ্বর। তবে সেটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। গোড়ালির চোটটা এখনও সারেনি।

গোড়ালির চোটের কারণে ব্রাজিল দলের রাইট-ব্যাক দানিলো ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাসল ইনজুরির শিকার হওয়া লেফট-ব্যাক অ্যালেক্স স্যান্ড্রো ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *