সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ড (শূন্যরেখা) এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ড এ অভিযানে যায় র‌্যাব-১৫ এর একটি টিম। এসময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিন র‌্যাবের ওপর অতর্কিতভাবে হামলা করলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় আল ইয়াকিন গ্রুপের হামলায় র‌্যাব-১৫ এর এক সদস্য আহত হন। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, আহত র‍্যাব সদস্যকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, আহত র‌্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার প্রস্তুতি চলছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, র‍্যাবের সঙ্গে গোলাগুলির খবর পেয়েছি। আমি ঘুমধুমে না থাকার কারণে বিস্তারিত বলতে পারছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, নাইক্ষ্যংছড়িতে শূন্যরেখা এলাকায় র‌্যাবের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিনের গোলাগুলির খবর শুনেছি। আমরা ঘটনারস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো যাবে।

এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।