কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ৪৪ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ সহ ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে থাকেন। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হন তিনি।
জন্মদিন উপলক্ষ্যে গরীব-অসহায়সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। উখিয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ (ঠান্ডা মিয়া চৌধুরী) ছোট ছেলে জাহাঙ্গীর কবির চৌধুরী ১৯৭৭ সালের এই দিনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এলাকার সমাজ সেবায় সর্বদা তিনি নিজেকে নিয়োজিত রাখেন।
Leave a Reply