ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আতা উল্লাহ নামের এক কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আতা উল্লাহ ১৯ নম্বর ক্যাম্পের এ/১ ব্লকের বাসিন্দা। তিনি ওই ব্লকের উপনেতা (সাব-মাঝি)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আতা উল্লাহকে এ/১ ব্লক থেকে এ/৯ ব্লকে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন এনজিও হাসপাতালে পাঠায়। ওখান থেকে তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ক্যাম্প নিয়ন্ত্রণের জের ধরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *