ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে বিপুল অস্ত্রসহ আরসা’র ৩ সদস্য গ্রেপ্তার
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে গহীন পাহাড়ে (লাল পাহাড়) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ২২টি অস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪টি মাইন বোমা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

র‍্যাব-১৫’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তার তিনজনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের সোর্স হিসেবে কাজ করতো। পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসে। তার নেতৃত্বে গহীন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেই পাহাড়ে অভিযান চালিয়ে ৩ আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিলো। উদ্ধার হওয়া মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার করা হতো।

তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ পর্যন্ত ৮৩জন আরসা সদস্য গ্রেপ্তার ও বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *