ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, কয়েকজন গুলিবিদ্ধ
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। ।

এই ঘটনায় আহতরা হলেন— ৪নং ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ হোসেন (৫০), একই ক্যাম্পের বাসিন্দা পেঠান আলী (৪০) ও নুর হোসেন (৩৮)।

বিষয়টি সেলফোনে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক।

তিনি বলেন, ‘সন্ধ্যায় ক্যাম্প-৪-এর হেডমাঝিসহ তিনজনকে গুলি করে দুর্বৃত্তরা। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’ এ ঘটনায় জড়িতের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

৪নং রোহিঙ্গা ক্যাম্পের নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা দাবি করেন, উগ্রপন্থী সংগঠন আরসা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘আরসা কমান্ডার ফারুকের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তের একটি দল সন্ধ্যার দিকে এই হামলা চালায়।’

এ ঘটনার পর ৪নং রোহিঙ্গা ক্যাম্পে উত্তেজনা বিরাজ করছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *