ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়নি-পররাষ্ট্র মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট ::

রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের রিপোর্ট অসত্য বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার  মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ৫ হাজার ৬১৭টি লার্নিং ফ্যাসিলিটির ব্যবস্থা করেছে। ওইসব ফ্যাসিলিটির অপারেটর বা ইউনিসেফ বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেনি।

উল্লেখ্য, গত ২ মে নিউইয়র্ক টাইমসে রোহিঙ্গা শিশুদের ৩০টিরও বেশি স্কুল বন্ধ সংক্রান্ত একটি রিপোর্ট ছাপা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা শিশুদের বিনামূল্যে মিয়ানমারের কারিকুলামে শিক্ষা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যেন কোনও ধরনের বৈষম্য না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। ক্যাম্পের ভেতরে কোনও ধরনের অর্থের বিনিময়ে প্রাইভেট কোচিং নিরুৎসাহিত করে সরকার। এর আরেকটি কারণ হচ্ছে— প্রাইভেট কোচিংয়ে মিয়ানমারের কারিকুলাম অনুসরণ করা হয় না এবং অসৎ উদ্দেশ্যে ভিন্ন মতাদর্শ প্রচারের আশঙ্কা রয়েছে।

কোভিডের কারণে লার্নিং সেন্টারের কার্যক্রম বন্ধ ছিল এবং করোনা পরিস্থিতি উন্নতির পর পুনরায় খুলে দেওয়া হয়েছে। বর্তমানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *