ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
রান্নায় ব্যস্ত ছিলেন মা, পুকুরে ভাসছিল ছেলের মরদেহ
উখিয়া নিউজ ডেস্ক :

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে মো. হাবিব (৩) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের মোজাফফর চকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। মো. হাবিব হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মোজাফফর চকিদার বাড়ির প্রবাসী মোহাম্মদ মজনুর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হাবিবের মা রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় পাশে খেলাধুলা করছিল হাবিব। খেলাধুলা করার এক পর্যায়ে হাবিব পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

হাতিয়া পৌরসভার মেয়র কে এম ওবায়েদ উল্যাহ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরিবারের সদস্যদের অগোচরেই ছেলেটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। তার মা তখনও রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে খোঁজাখুঁজি করলেও শিশুটির খবর পাওয়া যায়নি। পরে পুকুরে মরদেহ ভেসে উঠে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *