ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন
যা উপহার পেলেন মার্টিনেজ
স্পোটস ডেস্ক ::

গত কয়েক বছর ধরে আর্জেন্টিনার গোলবারের নির্ভরতার প্রতীক এমিলিয়ানো মার্টিনেজ। বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনা ও তার অসংখ্য ভক্ত-অনুরাগী। তিনি ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ ভোরে বাংলাদেশে এসেছেন।

সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে ঢাকায় পা রাখেন মার্টিনেজ। ফান্ডেড নেক্সট নামের আইটিবিষয়ক কোম্পানির অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা স্বাগতম জানান তারকা গোলকিপারকে। ওই কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু উপহারসামগ্রী দেওয়া হয় আর্জেন্টাইন বাজপাখিকে।

বাংলাদেশের সমর্থকরা মার্টিনেজকে ‘বাজপাখি’ বলে ডাকেন। একটি বাজপাখি উপহার দেওয়া হয়েছে তাকে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি। এমনকি বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে।’

বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক পেয়েছেন মার্টিনেজ। বাংলাদেশের জাতির পিতার একটি বই উপহার দেওয়া হয়েছে অ্যাস্টন ভিলা তারকাকে। এ ছাড়া বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় পাটির তৈরি একটি নৌকা দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে।

 

 

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মার্টিনেজকে বাংলাদেশের একটি জার্সি উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *