ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
মেসির পেনাল্টি মিস
স্পোটস ডেস্ক ::

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসি পেনাল্টি মিস করেছেন। প্রথমার্ধ গোল শূন্য সমতা হয়েছে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই ম্যাচ বাঁচা-মরার। জিতলেই তারা উঠবে শেষ ষোলোতে, ড্র করলে যেতে হবে সমীকরণে। তবে হারলেই বাদ।

মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না আলভারেজ ও এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে তারা নামতেই বদলে গিয়েছিল খেলার গতিপথ। তাই বাঁচা-মরার ম্যাচে তাদের শুরুর একাদশেই রেখেছেন স্কালোনি। তাদের জায়গা দিতে একাদশ থেকে ছিটকে গেছেন রদ্রিগেজ ও লাউতারো মার্টিনেজ। এছাড়া প্রথম একাদশে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা। পাওলো দিবালাকে নেওয়া হয়নি এদিনও।

রক্ষণভাগেও এক পরিবর্তন এনেছেন স্কালোনি। আগের ম্যাচে লিসান্দ্রো মার্টিনেজ শুরু  করলেও এবার শুরু করবেন ক্রিস্টিয়ান রোমেরো। পোল্যান্ডের ফুটবলারদের উচ্চতার কথা মাথায় রেখেই হয়তো স্কালোনির এমন সিদ্ধান্ত।

আর্জেন্টিনার একাদশ(৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, আলভারেজ ও লিওনেল মেসি।

পোল্যান্ড একাদশ (৪-৪-১-১): ওজিয়েক সিজিসনি, বার্তোজ বেরেসজিনস্কি, কামিল গ্লিক, জ্যাকুব কিউওর, ম্যাতি ক্যাশ, প্রিজিমিসল ফ্রাঙ্কোভস্কি, ক্রিস্টিয়ান বিয়েলিক, গ্রিজর্জ কিরিচুয়াক, পিওতর জিয়েলিনস্কি, কারোল সুইডেরস্কি, রবার্ট লেভান্ডোভস্কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *