ঢাকা, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
মাতারবাড়ী সমুদ্রবন্দর হতে যাচ্ছে আগামীর সিঙ্গাপুর: নৌ প্রতিমন্ত্রী
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারে নির্মাণ হতে যাওয়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর আগামী দিনের সিঙ্গাপুর হতে যাচ্ছে বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের আয়োজনে ‘দেশীয় বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

জাপানি অর্থায়নে মাতারবাড়ী পোর্ট হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিনিয়োগ দেশের জন্য মঙ্গলজনক হবে।’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৬ থেকে ২৭ সালের মধ্যে অন্য একটি মেরিটাইম সেক্টরে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বন্দর এখন ২৪ ঘণ্টা চালু থাকছে। বন্দরের জট কমাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশে বিদেশি বিনিয়োগ যাতে আসে সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে।’

গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায়ী খায়রুল আলম সুজন। চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে ১০০ একর জমি দেওয়ার আহ্বান জানান তিনি। সরকার যে ২০৪১ সালে উন্নত দেশ গড়ার পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়ন করতে হলে মাতারবাড়ী পোর্ট নির্মাণ জরুরি বলেও জানান তিনি।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আয়নুল ইসলাম বলেন, ভূরাজনীতিতে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব আছে। বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে দেশীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজন রয়েছে। এই বন্দর থেকে ১ লাখ কোটি টাকার মতো রাজস্ব আসে। তাই এ বন্দরের উন্নয়ন জরুরি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করতে হলে এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নও জরুরি। চট্টগ্রাম বন্দরকে যেভাবে দেখানো হয়, তার চেয়ে বন্দর অনেক ভালো কার্যক্রম পরিচালনা করছে বলে দাবি করেন তিনি।

মোহাম্মদ শাহজাহান বলেন, দেশি অপারেটরের পাশাপাশি বিদেশি অপারেটররা এলে দেশীয় অপারেটররা যেমন সমৃদ্ধ হবে, তেমনি বন্দরও আরও সমৃদ্ধ হবে। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ আছে। মাতারবাড়ী সিঙ্গাপুর হতে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *