ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রাজিলের বিদায়
স্পোটস ডেস্ক ::

অতিরিক্ত সময়ে নেইমারের গোলে লিড পায় ব্রাজিল। তবে ১১৭তম মিনিটে অরসিসের এসিস্টে পেটকোভিচের গোলে সমতায় ফিরে ক্রোয়েশিয়া।  এদিন ক্রোয়েশিয়ার বিপক্ষে  চার অ্যাটাকার নিয়ে মাঠে নামে ব্রাজিল। আক্রমণভাগে নেইমারের সঙ্গে রয়েছেন ভিনিসিউস জুনিয়র, রাফিনহা ও রিচার্লিসন।

-২-৩-১ ফরমেশনে হোল্ডিং মিডফিল্ডার হিসেবে যথারীতি কাসেমিরো ও লুকাস পাকেতা। রক্ষণে গোলরক্ষক আলিসন বেকারের সামনে রয়েছেন থিয়াগো সিলভা ও মার্কিনহস। লেফটব্যাকে দানিলো ও রাইটব্যাকে এডার মিলিতাও।

অন্যদিকে ক্রোয়েশিয়া ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছে। গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের সামনে চার ডিফেন্ডার ইয়োসিপ জুরনোভিচ, দেয়ান লভরেন, ইয়োসকো গার্দিওল ও বোরনা সোসা। মাঝমাঠে অধিনায়ক লুকা মদ্রিচের সঙ্গে রয়েছেন মার্সেলো ব্রজোভিচ ও মাতেও কোভাসিচ। আক্রমণভাগে মারিও পাসালিচ, আন্দ্রে ক্রামারিচ ও ইভান পেরিসিচ।

ব্রাজিল একাদশ: আলিসন, দানিলো, থিয়াগো সিলভা, মার্কিনহস, এডার মিলিতাও, কাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিউস, নেইমার, রাফিনহা, রিচার্লিসন।

ক্রোয়েশিয়া একাদশ: লিভাকোভিচ, জুরনোভিচ, লভরেন, গার্দিওল, সোসা, মদ্রিচ, ব্রজোভিচ, কোভাসিচ, পাসালিচ, ক্রামারিচ, পেরিসিচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *