ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
ডেস্ক রিপোর্ট ::

ঢাকায় নিযুক্ত পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস। শনিবার ওয়াশিংটন থেকে তাকে নিয়োগ দেওয়া হয় বলে মার্কিন কংগ্রেস সূত্রে জানা গেছে।  

আর্ল আর মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রদূত পিটার হাস তার স্থলাভিসিক্ত হচ্ছেন।

পিটার ডি. হাস মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি স্টেট ডিপার্টমেন্টের অধীনে বাণিজ্য নীতি-বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা/উপ-সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ফ্রান্সের প্যারিসে মার্কিন মিশনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন সময় যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে শুক্রবার হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশ ছাড়াও ভারত, চিলি ও ফ্রান্সে নিয়োগ পেতে যাওয়া নতুন রাষ্ট্রদূতদের নাম ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *