ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক দেখে অবাক ফিফা
স্পোটস ডেস্ক ::

বাংলাদেশ থেকে আর্জেন্টিনার দূরত্ব ১৭ হাজার কিলোমিটারেরও বেশি। আর ব্রাজিলের দূরত্ব ১৫ হাজার কিলোমিটার।

আর্জেন্টিনা-ব্রাজিল বাংলাদেশ থেকে এতদূরে হওয়া সত্ত্বেও এই দেশ দুটির ফুটবল জাদুতে বিমোহিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার আগে টিভি টকশো থেকে শুরু করে চায়ের আড্ডাতেও চলে তির্যক আলোচনা-সমালোচনা।

আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার সময় ভক্ত-সমর্থকদের চোখ থাকে টিভির পর্দার দিকে। আরামের ঘুম হারাম করে রাত জেগে খেলা উপভোগ করেন সমর্থকরা।

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাস্তার বিভিন্ন মোড়ে সাইটস্ক্রিনের সামনে বসে খোলা আকাশের নিচে বসে খেলা দেখেন মেসি-নেইমার ভক্তরা।

শনিবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মেক্সিকো হারাতেই আর্জেন্টিনার সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের সমর্থকরা।সেই ভিডিওটি ফিফার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়।

সেই ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে- এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছেন।

জানা যায়, সেই ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *