ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
প্রত্যাবাসনে রাজি হওয়া রোহিঙ্গাদের খাবার দিচ্ছে না জাতিসংঘ
উখিয়া নিউজ ডেস্ক :

মিয়ানমারে স্বেচ্ছায় ফেরত যেতে রাজি হয়েছিলেন চার পরিবারের ২৪ রোহিঙ্গা। কিন্তু প্রত্যাবাসনে রাজি হওয়ার পর তাদের খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে জাতিসংঘ।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছিল চার পরিবার। এ চার পরিবারে রয়েছে ২৪ সদস্য। তাদের সোমবার থেকে খাবার দেওয়া বন্ধ রেখেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। আমাদের কর্মকর্তারা এসব রোহিঙ্গাদের দুপুরে ও রাতে খাবারের ব্যবস্থা করেছেন।

প্রত্যাবাসনে রাজি হওয়া চার রোহিঙ্গা পরিবার ভাসানচরে অবস্থান করছিল। প্রত্যাবাসনে রাজি হওয়ায় তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়।

চার পরিবারের খাবার বন্ধের কারণ জানতে জাতিসংঘের ঢাকা কার্যালয় ও ইউএনএইচসিআর- এর সঙ্গে পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *