ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এমপি একরামকে জেলা আ.লীগ থেকে অব্যাহতি
ডেস্ক রিপোর্ট ::

দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত পত্র পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।

আজ শনিবার বিকেলে মাইজদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এডহক কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, নোয়াখালী পৌরসভা নির্বাচনসহ বিভিন্ন ইউপি নির্বাচনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, যুগ্ম আহ্বায়ক সহিদ উল্যাহ্ খান সোহেল, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, জেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম জাফর উল্যাহ, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।

অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের ৮০ শতাংশ সদস্যের সর্বসম্মতিক্রমে একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির পদ এবং দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে চূড়ান্তভাবে বহিষ্কার ও অব্যাহতির সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এ সংক্রান্ত চিঠি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বরাবর পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *