ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
টেকনাফ সীমান্তে ফের গোলাগুলির শব্দ, আতঙ্কে মানুষ
উখিয়া নিউজ ডেস্ক :

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত পরিস্থিতিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলাগুলির শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক দিন দিন বাড়ছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে টেকনাফ হোয়াইক্যং সীমান্তে থেমে থেমে গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকেও পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু ১২টার পরপরই থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া যায়। বিকট শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। রাত ৩টার পরেও সীমান্তের  কিছু কিছু জায়গায় গোলাগুলির শব্দ শুনেছেন সীমান্তের বাসিন্দারা।

হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার চিংড়ি চাষি মঈন উদ্দিন বলেন, কয়েকদিন শান্ত থাকার পর আবারো হোয়াইক্যং সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেছে। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ গোলাগুলির শব্দে চমকে উঠি।

উনচিপ্রাং এলাকার ব্যবসায়ী আবদুল আলী বলেন, বার বার মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দে আতঙ্কিত হচ্ছি আমরা। গত শনিবার রাতেও সীমান্তে দুই ঘণ্টা থেমে থেমে গোলাবর্ষণের শব্দে আমরা ঘুমাতে পারিনি। মঙ্গলবার মধ্য রাতেও ঘুম থেকে চমকে উঠি। এগুলো বন্ধ না হলে আমরা অসুস্থ হয়ে পড়ব।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তে কিছু দিন পরপর এ অবস্থা লেগেই আছে। কয়েকদিন শান্ত থাকলেও মঙ্গলবার মধ্যরাতে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সীমান্তের বাসিন্দারা। এতে আতঙ্কে রয়েছেন সীমান্তের কাছাকাছি বসবাসরত স্থানীয়রা। তবে বিজিবির পাহারা থাকায় তারা একটু সাহস পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *