ঢাকা, সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে ‘বন্ধুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে দমদমিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একই সময়ে নাফ নদীর কায়উকখালী ঘাট এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ভোরে র‌্যাবের পক্ষ থেকে ফোন করে জানানো হয় মাদক কারবারিদের সঙ্গে তাদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে এক মাদক কারবারি মারা গেছেন। টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর কিনারে মরদেহটি রয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট পাওয়া পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি।

তিনি আরও জানান, সাদা-কালো রঙের শার্ট পরিহিত যুবকটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।

অপরদিকে নাফনদীর কায়ূকখালী ঘাট লামারবাজার এলাকায় ব্রিজের নিচে ভাসমান একটি মরদেহ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তারও পরিচয় মিলেনি। বয়স আনুমানিক ৪৫-৫০ বছর।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *