ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
টেকনাফে মাদকাসক্ত ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু
উখিয়া নিউজ ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে কাঁচির আঘাতে পিতাকে খুন করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বশির আহমদ একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম মো. পারভেজ।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, পারভেজ অধিকাংশ সময় মাদকাসক্ত থাকে। এ নিয়ে এলাকার লোকজন তার পিতা বশির আহমদের কাছে অভিযোগও দেন। আজ সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে কাঁচি দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় পারভেজ বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বশিরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ‘নিহত বশির আহমদের সঙ্গে তার বড় ছেলে মো. পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করত বলে জানা যায়। সর্বশেষ মঙ্গলবার পারভেজ আবারও টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার বাবার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। ঘটনার একপর্যায়ে বসতবাড়ির ভেতরে ঢুকে বশির আহমদকে কাঁচি দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়া পথে মারা যান তিনি। এ ঘটনার পর থানা-পুলিশকে ঘটনাটি অবগত করা হয়েছে।’

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন মজুমদার বলেন, ‘বসতঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পারভেজকে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *